যা যা দেখেছি
সৌমিত্র চট্টোপাধ্যায়
আমি দেখেছি
অরণ্যে পতিত বৃক্ষের গুঁড়ির উপর
সারস বক এসে দাঁড়িয়েছে
নিঃশব্দে বনচারী চলাফেরা করছে জঙ্গলে
আমি সব দেখেছি
নদীতে নৌকার পালে
বন্দুক হাতে সিপাহী সাহেব
অঞ্জলির পিদিম তুলে নারী
ছবি হয়ে আছে
যা যা দেখেছি সুন্দরের সীমা নেই
তবুও সবকিছুর মধ্যে
তোমাকে নিবিষ্ট হয়ে দেখার চাইতে
আর কোন কিছুই
আমার বেশি দেখার ইচ্ছে করে না
কত মর্মন্তুদ দুঃখের সামনে দাঁড়িয়েছি
কিন্তু আমার দুঃখে তোমার চোখে যে অশ্রুকণা
তার চেয়ে কোনো কিছুই
আমার হৃদয়কে দ্রবীভূত করেনি
মাঝে মাঝে যখন শীতের পাতা ঝরা দেখে
নশ্বরতার মেরুসন্ধান অভিযানে
যেতে চায় মন
তখন তোমার প্রথম দিনের
দৃষ্টির কথা মনে আসে
তখনই মৃত্যুর সঙ্গে
একটা সমঝওতা করার কথা ভাবি.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় ( কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
অরণ্যে পতিত বৃক্ষের গুঁড়ির উপর
সারস বক এসে দাঁড়িয়েছে
নিঃশব্দে বনচারী চলাফেরা করছে জঙ্গলে
আমি সব দেখেছি
নদীতে নৌকার পালে
বন্দুক হাতে সিপাহী সাহেব
অঞ্জলির পিদিম তুলে নারী
ছবি হয়ে আছে
যা যা দেখেছি সুন্দরের সীমা নেই
তবুও সবকিছুর মধ্যে
তোমাকে নিবিষ্ট হয়ে দেখার চাইতে
আর কোন কিছুই
আমার বেশি দেখার ইচ্ছে করে না
কত মর্মন্তুদ দুঃখের সামনে দাঁড়িয়েছি
কিন্তু আমার দুঃখে তোমার চোখে যে অশ্রুকণা
তার চেয়ে কোনো কিছুই
আমার হৃদয়কে দ্রবীভূত করেনি
মাঝে মাঝে যখন শীতের পাতা ঝরা দেখে
নশ্বরতার মেরুসন্ধান অভিযানে
যেতে চায় মন
তখন তোমার প্রথম দিনের
দৃষ্টির কথা মনে আসে
তখনই মৃত্যুর সঙ্গে
একটা সমঝওতা করার কথা ভাবি.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় ( কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন