যা যা হবার ছিল

সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়

অনেকগুলো ঘটনার প্রতিশ্রুতি
শুনে আসছিলাম কত শতাব্দীতে
একবিংশ যখন এসে পৌঁছবে
তখন আগের পৃথিবীর মতো অনেক কিছুই আর ঘটবে না
যেমন নাকি ধরা যাক 'যুদ্ধ' -
সারা পৃথিবীতে শান্তি জ্যোৎস্নার মতো ছড়িয়ে থাকবে এমন একটা আশ্বাস শোনা যেত
হতে পারে অনেকগুলো যুদ্ধের অভিজ্ঞতায়
গত শতাব্দীর বয়স একটু একটু করে বেড়ে উঠেছিল বলেই
তখন তার হাত পায়ের স্থিরতা কমে গেছে
যে কন্ঠ ইতিহাস থেকে দুঃখমোচনের আশ্বাস জানাচ্ছিল তার নির্ঘোষ ছিল বার্ধক্যে কম্পমান
দু-একটা স্বাধীনতার খবর
ওই শতাব্দীটাকে আলো দিচ্ছিল বলেই কি
ভাবছিলাম একবিংশ শতাব্দী যখন এসে পৌঁছবে দাসত্বের শিকল সকলের পা থেকেই খসে পড়বে
সব বর্ণের মানুষের
এমনকী নারীরও
লাবণ্য এসে ঢেকে দেবে
মন্বন্তরে ক্ষুধার্ত চামড়া ঢাকা কঙ্কালগুলোকে
অপরূপ বনাঞ্চল পাহাড়তলির থেকে
সব কিসিমের সন্ত্রাসের ছায়া
চিরদিনের মতো সরে যাবে
যা যা হবার ছিল
তার অনেকটাই হয়নি
শুধু দুই সহোদরা শতাব্দীর পর শতাব্দী
মানুষের ঘরবাড়ির কাছেই থেকে যাচ্ছে-
আশা আর ভালোবাসা.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দী আশার কুহকে)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন