সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতা - পরিযায়ী ফিরে এসো

সৌমিত্র চট্টোপাধ্যায়

পরিযায়ী পাখিগুলি আবার এসেছে
মহাদেশ পাড়ি দিয়ে
হিম তুষার পাহাড় মরুর আকাশ পাড়ি দিয়ে
পরিযায়ী পাখিগুলি ওড়ে
মানুষ থেকেই যায়
একই দেশে একই সংঘে
প্রতিষ্ঠিত প্রথিত স্বভাবে
মানুষের মন তবু থাকে পরিযায়ী পাখিরই মতন
মানুষে নিহিত থাকে অসংখ্য উড়াল
শীত ঋতু এলে
উড়ে যেতে চায় সে তো নতুন স্বভূমি খুঁজে
পায় কি সে ?
অনির্বাণ পিপাসায়
পাঁজরের নিচে বসে পাখি এক ডানা ঝাপটায়
পাখিরা তো হ্রদ নদী নীরভূমি ছেড়ে
একদিন ফিরে যাবে
শীত ঋতু বসন্তের পলাশের বনে
উত্তরাধিকার রেখে দিয়ে চলে যাবে
তোমার উড়ালে
পর্বত প্রান্তর মহাদেশ পাড়ি দেয়া হলে
ফিরে এসো আর্ত-স্বভূমে
পলাশ কুসুমেরই মত
এখানেই তুমি কোরো
কোন কিছু অপূর্ব নির্মাণ.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)

২১৪
মন্তব্য করতে ক্লিক করুন