সৌমিত্র চট্টোপাধ্যায়

আমি যা যা ক’রে সুখ-পাই
যা যা ঘটলে আমি আনন্দ পাই
সেসব স্বীকার করেও আমি সুখ পাই
আমি আনন্দিত বলতে আমার ভয় করে না
যদি দুঃখের কথাগুলো বলতে
আমি প্রস্তুত থাকতাম
তা হলে চারদিক থেকে
বন্ধুর রূপসজ্জাগুলি এগিয়ে আসত
তার আড়ালে
একটিও হৃদয় নেই যে আমার দুঃখকে জানতে চায়
আমি যাতে যাতে আনন্দ পাই
তা বলতে আমার সংকোচ নেই
সেসব শুনে
যারা রূপসজ্জা প’রে ছিল
তারা তা খুলে রেখে আসর খালি করে উঠে যায়
আমি যাদের সঙ্গে
ভালোবাসার সম্পর্ক ক’রে
আয়ুর অনেকটা অর্থবহ ক’রে তুলেছি
তাদের কারও একটা ছবিও আমার কাছে নেই
তবু সমাজ নির্দেশের বাইরে
সেই সম্পর্কগুলি
ভূগর্ভের অন্ধকার জলধারার মতো
এখনও আমার আনন্দের স্রোত হয়ে আছে
একথা বলতে আমার দ্বিধা নেই
তাদের ছবি নেই আমার অ্যালবামে
তবু তাদের মুখ মনে পড়ে
যখনই সহচরীর বাসনার সুখের দিকে আমি তাকাই…
বাসনা এক সন্ত্রাসবাদী
জীবনের উপকূলে
কে কবে তাকে স্টিমবোট থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে
আমি তাকে মারণাস্ত্র সমেত লুকিয়ে রেখেছি আযৌবন
তীর্থপথ থেকে পাপকুণ্ড সর্বত্র আমরা একসঙ্গে থাকি
একথা বলতে আমার কোনো ভয় নেই
তাকে সঙ্গে নিয়ে যেতে যেতে
বিস্ফোরণের ধোঁয়ায় কখনও সে ঝাপসা হয়ে যায়
বারুদের গন্ধ ত্রস্ত ক’রে তোলে এক একটা দিন
তবু আমার বলতে আনন্দ হয়
বাসনার আমিই তো গোপন প্রেমিক.

-সৌমিত্র চট্টোপাধ্যায় ( মধ্যরাতের সংকেত )

৪৯৪
মন্তব্য করতে ক্লিক করুন