কে বলে রক্তের দাগ? কে বলে গভীর এই ক্ষত?
এ কেবল চোখ ফোটা। ভবিষ্যৎ দর্শনের পণ।
লালে লাল ছড়িয়েছে, মাঠে মাঠে কাশফুল যত…
আমি তো তেমনই গৌরী। দশভূজা নই। দশানন।

দশ মাথা ঘুরে ঘুরে দেখছে কী কী চলেছে কোথায়
দশ দিকে ছুটে যাচ্ছে দশরকম ভাবনার মেঘ
একটাকে নামিয়ে দিলে নবগ্রহ বাকি থেকে যায়।
তারও চেয়ে বেশি নাকি, তোমার অস্ত্রের গতিবেগ?

এও তো আমারই দেশ। এরা সব আমারই লুঠেরা।
আমারই তো আবাহন দিকে দিকে এমন শরতে।
স্বপ্ন দিয়ে তৈরি আর হননের স্মৃতি দিয়ে ঘেরা –
প্রতিমা ভাসাও জলে, কাঠামো আবার ভেসে ওঠে।

মিলিয়ে যেতাম হয়তো। কিন্তু আজ থেকে প্রতিদিনই
বেঁচে থাকব ইতিহাসে, বেঁচে থাকব মিছিলে মিছিলে…
এই অমরত্ব, প্রিয়, আসলে তোমারই কাছে ঋণী
আমার কপালে তুমি তৃতীয় নয়ন এঁকে দিলে।

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন