কবিতা - ঝুঁকি শ্রীজাত বিবিধ কবিতা কী অনিশ্চয়নে গেছে বাগানের দিন… যা পুরনো, সাদাকালো। নতুন, রঙিন। যা মাঝে, তা রাজকীয়। প্রান্তে যা, মামুলি। এভাবে দেখেছ বুঝি বুনোফুলগুলি? তাহলে বোঝাই এসো তোমার বিকেলে – ফোটারও তো ঝুঁকি আছে, আদর না পেলে। ♥ ১ পরে পড়বো ৯৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন