শ্রীজাত

কবিতা - অন্ধকার লেখাগুচ্ছ ৪০

শ্রীজাত

কারও বন্ধু শেষ হল, কারও প্রেম নেই
সন্তান হারানো পিতা, মা হারানো ছেলে…
সকলের পরিচয় না-থাকা দিয়েই।
একবারও দেখেছ ভেবে, কী কী করে এলে?

কেমন দেখাচ্ছে তাকে, এসেছ যে-পথে?
কেমন শোনাচ্ছে, মুখে তুলেছ যে-ভাষা?
তোমার জীবনে মৃত্যু কতবার ঘটে?
শিরার ভেতরে চলে রক্তের তামাশা…

তুমি শুধু ঠিক? আর ভ্রান্ত বাকি সব?
বারবার আঘাত করবে? কেউ ফেরাবে না?
একাই পালন করো ক্ষয়ের উৎসব –
সভ্যতাটা তোমার না, সময়ের কেনা।

সৃষ্টিহীন অহমিকা কতদিন বাঁচে?
পতনের শব্দ নেই। ইতিহাস আছে।

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন