আপনারা কবিতা পড়বেন না
বাজেট পড়ে দেখুন।
আপনারা কবিতা পড়বেন না
ছোট বড় দেশের বাজেট পড়ে দেখুন।
পৃথিবীতে যত ক্যাবিনেট আছে
তারা বোমা বানানোর জন্য যত টাকা ঢালে
তার এক শতাংশ মানুষের দুঃখের জন্য রাখে না।
মানুষের বিষণ্ণতার জন্য ব্যয় করে না।
আপনারা কবিতা পড়বেন না
বাজেট পড়ে দেখুন।
রোম থেকে রাশিয়া মিলিটারিতে যত খরচ করে
তার অর্ধেক যদি হত মানুষের জন্য,
আফ্রিকা থাকত না।
কী গভীর দর্শন আর কবিতার দেশ হল জার্মানি,
সারা পৃথিবীকে যুদ্ধে নামিয়েছে। একটা বিশ্বযুদ্ধ করতে কত টাকা লাগে, স্যর?
ভালোবাসতে কোনও টাকা লাগে না।শিশিরের মতো আত্মা লাগে।
কবিতা পড়বেন না।
কবিতা মধুর করে মিথ্যা বলে ।
এক কিশোরী পৃথিবীর মানচিত্র-কে থালা বানিয়ে
হেঁটে চলেছে এক দেশ থেকে অন্য দেশে
সে আজ আপনার দরজায় এসে বলবে,
ভাত দাও।
আমার নাম লক্ষ্মী, তুমি চিনতে পারছো না?

মন্তব্য করতে ক্লিক করুন