শূন্য ফ্ল্যাটে বসে থাকি নবমীর ভোরে
দুর্গা-কে ছাড়া আমি থাকব কী করে?

রাত্রি মেশে রাতে,আমি কার সঙ্গে মিশি?
কী করে কাটাব আমি নবমীর নিশি?

তুমি থাকো কৃত্তিকায়, আমি যুগান্তরে
আশ্চর্য কাটাব আজ সারারাত জ্বরে ।

পরে পড়বো
৩৫
মন্তব্য করতে ক্লিক করুন