একটা ছোট ঘর পেয়েছিছ’শ স্কয়ার ফিট।
একটা ভাল ছেলে পেয়েছিআমার বিপরীত।
এক টুকরো মেঘ পেয়েছিএই তো হলো বৃষ্টি।
তোমার দুটো চোখ পেয়েছিমেলানকলি দৃষ্টি।
আর পেয়েছি গরমভাতলঙ্কা, পাশে নুন।
আর কী লাগে বাঁচতে হলেআপনারাই বলুন?
সোনা লাগে না, হিরে লাগে নাবাঁচার মতো বাঁচতে।
ঝড়ের রাতে সঙ্গে ছিলেএখনো যদি থাকতে।

মন্তব্য করতে ক্লিক করুন