ভুল করছি জেনেও সবে
ভুলের মালা গাঁথি,
ইচ্ছে করেই নেভাই রাতে
আদুরে মোমবাতি।
একটুখানি জ্বলুক শিখা
কি ক্ষতি হয় তাতে!
কান্না ঝরা আবেগ না হয়
নিভিয়ে দিও রাতে।
ভুল করছি জেনেও সবে
ভুলের মালা গাঁথি,
ইচ্ছে করেই নেভাই রাতে
আদুরে মোমবাতি।
একটুখানি জ্বলুক শিখা
কি ক্ষতি হয় তাতে!
কান্না ঝরা আবেগ না হয়
নিভিয়ে দিও রাতে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন