সুদীপ তন্তুবায় নীল

কবিতা - আদুরে মোমবাতি

লেখক: সুদীপ তন্তুবায় নীল

ভুল করছি জেনেও সবে
ভুলের মালা গাঁথি,
ইচ্ছে করেই নেভাই রাতে
আদুরে মোমবাতি।

একটুখানি জ্বলুক শিখা
কি ক্ষতি হয় তাতে!
কান্না ঝরা আবেগ না হয়
নিভিয়ে দিও রাতে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন