কবিতা - ফেরার সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা আমার ঘুম না আসা রাত তুমি কাজল কালো টিপ। আমি ঝরা পাতার গান তুমি সন্ধ্যেবেলার দ্বীপ। আমার একলা একা ঘর তুমি দুর আকাশের নীল। আমি শেষ বিকেলের রোদ তুমি ফেরার শঙ্খচিল। ♥ ০ পরে পড়বো ৩৪২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন