কবিতা - সবাই একলা সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা দুঃখে বিপদে যাদের পাশেতে ছিলাম বন্ধু হয়ে, তারাই আজকে চিনতে পারে না না চেনার অভিনয়ে। কেউ কারো নয়, শুধু অভিনয় স্বার্থের ধূলো পথে, আলো নিভে এলে সবাই একলা সময়ের মতামতে। ♥ ০ পরে পড়বো ১৭৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন