বাইশে শ্রাবণের আগে

সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়

হায়রে শহর, প্রাণের শহর
মেলে রেখেছিস হাঁ।
পথে ও বিপথে আঁধার আদাড়
টেনে নিয়ে যায় পা।

ধোঁয়ায় ধোঁয়ায় চাঁদ ঢেকে যায়
গলিতে ঘুমোয় দিন
পাখিরা ডাকে না, মশারা রেখেছে
সকলকে পরাধীন!

হায়রে শহর, প্রাণের শহর
কবিতায় মুড়ে রাখা
এত ভালোবাসা দিতে চায় যারা
তাদেরও যে বুক খাঁ খাঁ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন