পতন
সুনীল গঙ্গোপাধ্যায়
মানবসভ্যতার পতন শুরু হয়ে গেছে
ভারত সরকার এখনও তা টের পাননি
স্বাধীনতা কোনো সীমান্তের তোয়াক্কা করে না
ভালোবাসা আর স্বাধীনতা এক নয়, কারণ
ভালোবাসায় সীমান্ত প্রহরী লাগে না
পার্ক স্ট্রিটের এক ফ্ল্যাটে পরশুদিন
ঈশ্বর আত্মহত্যা করেছেন
পৃথিবীর শেষ কিছু কবিতা অতি দ্রুত লেখা হচ্ছে
শরীর, তুমি চোখে চোখ রেখো না,
পুলিশ!
জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা সার্থক হতে চলেছে,
কোনো মৃত্যু নিয়ন্ত্রণ পরিকল্পনা হয় না
আমিষাশী হিন্দুরা গরু খেতে শুরু করুক!
ভারত সরকার এখনও তা টের পাননি
স্বাধীনতা কোনো সীমান্তের তোয়াক্কা করে না
ভালোবাসা আর স্বাধীনতা এক নয়, কারণ
ভালোবাসায় সীমান্ত প্রহরী লাগে না
পার্ক স্ট্রিটের এক ফ্ল্যাটে পরশুদিন
ঈশ্বর আত্মহত্যা করেছেন
পৃথিবীর শেষ কিছু কবিতা অতি দ্রুত লেখা হচ্ছে
শরীর, তুমি চোখে চোখ রেখো না,
পুলিশ!
জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা সার্থক হতে চলেছে,
কোনো মৃত্যু নিয়ন্ত্রণ পরিকল্পনা হয় না
আমিষাশী হিন্দুরা গরু খেতে শুরু করুক!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন