উত্তর কাল
সুনীতি দেবনাথ
অরণ্যের মাতাল সবুজে ঝড় ওঠে
গায়ক পাখিদের পালক ঝরে পড়ে
আকাশ এখন ঘনঘোর ধোঁয়াটে
গঞ্জের ঘাটে সারি সারি শূন্য নৌকো
ওপারে কি আছে জানা মুসকিল
প্রান্তিক জনেরা দরজায় দিলো খিল
বৃষ্টি জানেনা সময় অসময় ঝমঝম
হেমন্তের এই বিকেলে চরাচরে
কুয়াশা নেই কেবল আকাশের চোখে
ঝরঝর ধারা ব্যাকুলতায় ঝরে পড়ে
এখানে জুরি নদীর মরাস্রোতে শুধু
শূন্যতা সারাদিন হাহাকার করে যায়
একদিন সব নদী শুকিয়ে যাবে নিশ্চয়
একদিন সব ভূমি হারাবে শ্যামলিমা
ফ্যাকাসে আকাশ তলে সূর্যের আক্রোশ
শুষে নেবে নির্বিচারে মৃত্তিকার প্রাণরস
নীলগ্রহ অবলীলায় ধু ধু প্রান্তর মরুভূমি
রস- প্রাণহীন পৃথিবী ঝরবে মত্ত বিষাদে
গায়ক পাখিদের পালক ঝরে পড়ে
আকাশ এখন ঘনঘোর ধোঁয়াটে
গঞ্জের ঘাটে সারি সারি শূন্য নৌকো
ওপারে কি আছে জানা মুসকিল
প্রান্তিক জনেরা দরজায় দিলো খিল
বৃষ্টি জানেনা সময় অসময় ঝমঝম
হেমন্তের এই বিকেলে চরাচরে
কুয়াশা নেই কেবল আকাশের চোখে
ঝরঝর ধারা ব্যাকুলতায় ঝরে পড়ে
এখানে জুরি নদীর মরাস্রোতে শুধু
শূন্যতা সারাদিন হাহাকার করে যায়
একদিন সব নদী শুকিয়ে যাবে নিশ্চয়
একদিন সব ভূমি হারাবে শ্যামলিমা
ফ্যাকাসে আকাশ তলে সূর্যের আক্রোশ
শুষে নেবে নির্বিচারে মৃত্তিকার প্রাণরস
নীলগ্রহ অবলীলায় ধু ধু প্রান্তর মরুভূমি
রস- প্রাণহীন পৃথিবী ঝরবে মত্ত বিষাদে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন