শুভশ্রী রায়

কবিতা - দাহ্য

লেখক: শুভশ্রী রায়

পেট্রোল, কেরোসিন, রান্নার গ্যাস, এগুলোর কোনটা এ মুহূর্তে সবচেয়ে দাহ্য?
এগুলোর কোনোটাই নয়, একেবার মূল থেকে ওপরের স্তরে আমাদের রাজ্য।
ওপরে ওপরে হয়তো সুস্থিত, কিন্তু তোমার আমার সব আপাত শান্তিই বাহ্য
গভীরে রক্ত মেখে হিংসার নতুন মহাকাব্য তৈরি হচ্ছে, করো সময়ের ইঙ্গিত গ্রাহ্য।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন