ধৈর্য
শুভশ্রী রায়
কষ্টের সুতো, যন্ত্রণার ফোঁড়
শিল্প হয়ে উঠছে ঘনঘোর।
জীবন নিংড়ানো বিশুদ্ধ কালি,
অসহনীয় দুঃখের জিদ্দি কলম
সমস্ত ক্ষতের ওপরে মলম।
জানলায় ভয় , দরজায় জোর
অন্ধকারই ক্রমে ক্রমে ভোর
শিল্প হয়ে উঠছে ঘনঘোর।
জীবন নিংড়ানো বিশুদ্ধ কালি,
অসহনীয় দুঃখের জিদ্দি কলম
সমস্ত ক্ষতের ওপরে মলম।
জানলায় ভয় , দরজায় জোর
অন্ধকারই ক্রমে ক্রমে ভোর
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন