লিমেরিক পুষি মাফ

শুভশ্রী রায় শুভশ্রী রায়

আমার পুষি এমনিতে বেড়াল নয় খারাপ
মাঝে মাঝে করে ফেলে দুটো একটা পাপ
এক দিন সে ভাঙল আমার প্রিয় কাপ
ফলে সাইজে সেই পেয়ালা এখন হাফ
তবে পুষি এতই প্রিয় যে করে দিয়েছি মাফ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন