টান
শুভশ্রী রায়
সারাটা দিবস মৌয়ের কেটেছে উৎকণ্ঠায়
লোকটা মিছিলে গ্যাছে, ফের যদি মার খায়!
অফিস ভর্তি ছিল মিছিল নিয়ে গরম কথায়
শুনে নেয় মৌ, খবরের কলম একটু থামায়।
শেষে মিছিলফেরত কমরেড যখন ঢুকলেন
তেতো মুখ, এসেই সাংবাদিকদের খুব ঠুকলেন।
পরে মৌ ও তিনি পরস্পরের দিকে তাকালেন
কেঠো কমরেড অমনি নিজের রাগ থুকলেন।
লোকটা মিছিলে গ্যাছে, ফের যদি মার খায়!
অফিস ভর্তি ছিল মিছিল নিয়ে গরম কথায়
শুনে নেয় মৌ, খবরের কলম একটু থামায়।
শেষে মিছিলফেরত কমরেড যখন ঢুকলেন
তেতো মুখ, এসেই সাংবাদিকদের খুব ঠুকলেন।
পরে মৌ ও তিনি পরস্পরের দিকে তাকালেন
কেঠো কমরেড অমনি নিজের রাগ থুকলেন।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন