মিষ্টি মরণ
সৈয়দ শামসুল হক
চমকায় চমচম! সন্দেশ শংকায়!
ওই বুঝি ওঠে রোল মরণের ডংকায়!
গণেশটা গপ্ করে চমচম গিলে খায়।
সন্দেশে সোলেমান কুচ্ করে দংশায়।
চমচম পেটে যায়
সন্দেশ খুঁটে খায়
মিষ্টির সৃষ্টি এ দ্রুত যায় গোল্লায়।
অশ্রুর সমাবেশ রসে রসগোল্লায়!
ওই বুঝি ওঠে রোল মরণের ডংকায়!
গণেশটা গপ্ করে চমচম গিলে খায়।
সন্দেশে সোলেমান কুচ্ করে দংশায়।
চমচম পেটে যায়
সন্দেশ খুঁটে খায়
মিষ্টির সৃষ্টি এ দ্রুত যায় গোল্লায়।
অশ্রুর সমাবেশ রসে রসগোল্লায়!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩১৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন