তারাপদ রায়

কবিতা - একেক দিন খুব দুঃখ হয়

তারাপদ রায়

একেক দিন হাতে কোন পয়সা নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়।
একেক দিন শরীর ভালো নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়।

একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়।
একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়।
একেক দিন কোন বন্ধু নেই বলে,
একেক দিন কোন শত্রু নেই বলে,
একেক দিন প্রশংসা শুনিনি তাই,
নিন্দাও শুনিনি তাই,
একেক দিন খুব দুঃখ হয়।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন