সাহসের অস্ত্র তুলো হাতে
সন্ত্রাসীদের কালো হাত দাও ঘুরিয়ে ফিরিয়ে

হুংকার তুলো হিংস্র বাঘ হয়ে
স্বৈরাচারের মুকুট দাও ফেলে খুলে

তুমি তারুণ্য তুমি বিপ্লবী বীর
তোমার হাত ধরে যাবে নেতিয়ে বৈষম্যের শির।
✒️১৭-০৭-২৪

৪৩৬
মন্তব্য করতে ক্লিক করুন