তৌকির আহমেদ

কবিতা - ফেব্রুয়ারির কাছে আসার গল্প

তৌকির আহমেদ

ফেব্রুয়ারির হিমেল হাওয়ায় যখন প্রেমের সুর বাজে,
লাল গোলাপে মোড়া শহর ডুবে যায় মায়াবী আবেশে।
কিন্তু এই রঙিন মোহের আড়ালে,
অসংখ্য স্বপ্ন ভেঙে পড়ে নিঃশব্দ কান্নাতে।
ভালোবাসার নামে কত মন প্রতারিত হবে,
কত স্বপ্ন ভেঙে যাবে নষ্ট সময়ের স্রোতে।

কত ইজ্জত যাবে নষ্ট অন্ধকার কারাগারের বন্দীশালায়,
কত ফুলের কলি নিষ্পাপ চোখ মেলে হয় শিকার, নীরব হত্যায়।
কারো বিশ্বাস হবে ছলনায় ক্ষতিগ্রস্ত,
কারো জীবনে আসবে নেমে অন্ধকারাচ্ছন্ন।

এই ভালোবাসা কি সত্যিই পবিত্র?
নাকি বাণিজ্যের খেলার মাঠে আবেগের সমাপ্ত?
যেখানে হৃদয় খেলে একদিনের ভালোবাসার অভিনয়ে,
তারপর ফেলে দেয় ব্যর্থ স্মৃতির আবর্জনাতে।

ভালোবাসা যদি হয়, তবে হোক পবিত্র
হোক সম্মানের, দায়িত্বের, আত্মার বন্ধনে গাঁথা।
যেখানে প্রেম হবে সৎ-সত্য, থাকবে চিরন্তন অস্তিত্ব
যেখানে হারানোর ভয় থাকবে না, থাকবে কেবল পাওয়া।

ফেব্রুয়ারির কাছে আসার গল্প কি হয় পবিত্র ভালোবাসার জয়গান?
নাকি রঙিন মোহের আড়ালে বেদনার আর্তনাদ বহমান?

পরে পড়বো
১৭৫
মন্তব্য করতে ক্লিক করুন