কালো রং প্রিয় ছিল
সেই ব্যাথা দিল
দীর্ঘশ্বাস জমালো
অভিমানে রাঙালো!!!

তবে কেন ভালোলাগা?
জন্মায় কেন ভালোবাসা?
তবে কেন মায়া?
বাস্তবতায় মিলে না কেন তোমারি ছায়া???

তোমার অসম্ভব মিষ্টিসুর
তবে কেন তুমি বহুদূর??

দেখিনি কভু গভীর চোখে তোমায়
তবে কেন বুনন হয় হৃদয়, তোমারি মায়ায়।

সেই তুমি কালো প্রজাপতি
স্বপ্নে রাঙাও স্বপ্নীল অনুভূতি।

পরে পড়বো
২০৪
মন্তব্য করতে ক্লিক করুন