আজ আকাশ উতলা বৃষ্টি ঝড়াবে বলে
তোমার রক্তিম হৃদয় জেগে উঠবে কবে ?

তোমার মর্মস্পর্শী গোলাপি ভালোবাসায় জীবন রাঙাতে।
তোমার স্নিগ্ধ রঙিন ভালোবাসায় জীবন সাজাতে।

তবে তুমি কার আকাশে রংধনু উঠাতে ব্যস্থ
এদিকে অপেক্ষার প্রহর গুনে গুনে,জমছে হয়ে অবিন্যস্ত।

আমার আকাশ নিকষ কালো মেঘে চেয়ে গেছে
ভীষণ অনিয়মে আমার জীবনে রাত্রি ভোর এসেছে নেমে
অপলক দৃষ্টিতে অবাক তাকিয়ে তোমার আকাশে
সাদাকালো মেঘ হতে কখন?এক পশলা বৃষ্টি নামিবে।
ঠিক কতক্ষণ কতখানি অপেক্ষা করিলে অপেক্ষার প্রহর যাবে মিটে।
বল, কত কোটি বছর অপেক্ষার তপস্যা চালিয়ে যেতে হবে?

২৭৭
মন্তব্য করতে ক্লিক করুন