একি স্বাধীনতা ?
তবে অর্থযুক্ত স্বাধীনতা কি অধীনতা?
তবে অর্থযুক্ত স্বাধীনতা কি বিরুদ্ধাচরণে স্বীকার জনতা?
তবে অর্থযুক্ত স্বাধীনতা কি?
বিপ্লব বিক্রি করে ক্ষমতা?
ওরা বলে, জনতাই ক্ষমতা।
তাহলে ভিনদেশীরা কেন আইন প্রণেতা?
ওরা বলে জনতাই বৈধতা
তাহলে কালো আইনে শিকার কেন শিশুসস জনতা ?
এই যদি হয় স্বাধীনতা!
তবে কেন এতো রক্তস্রোতের গতিশীলতা?
আমার আমি আজ রিক্ত শূন্য মাথায় স্বাধীনতার অর্থ খুঁজি মতপার্থক্য হলেই ঘুম-খুন হওয়াই স্বাধীনতা বুঝি?

মন্তব্য করতে ক্লিক করুন