তৌকির আহমেদ

কবিতা - তুমি কি ভালোবাসা?

লেখক: তৌকির আহমেদ

তুমি কি ভালোবাসা?
নাহ্!
সেই মিষ্টি, যার মিষ্টতায় নিষ্ক্রিয় হয় কোষ।

তুমি কি ভালবাসা?
নাহ্!
সেই মিষ্টান্ন, যাহা উচ্চ কোলেস্টেরল ঝুঁকিযুক্ত।

তুমি কি ভালোবাসা?
নাহ্!
সেই রসগোল্লা, যাহা অতিরিক্ত স্বাদে উচ্চ রক্তচাপ বাড়াতে পটু।

তুমি কি ভালোবাসা?
নাহ্!
সেই আমৃতি, যাহা শ্বাসকষ্টের কারণ।

তুমি কি ভালোবাসা?
নাহ্!
সেই মানব বোমা ও মিসাইল, যার আঘাতে প্রতিনিয়ত হৃদয় লন্ডভন্ড।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন