আধুনিকতা মানে নোংরামি নয়,
নয় অশালীনতার কোন কাহিনী ।
এটা তো পরিপাটি থাকা,
মার্জিত আচরণ, মন ও সুন্দর চাহনি।
আধুনিকতা মানে নয় যত নোংরামি,
নয় অশালীনতার স্রোতে ভেসে যাওয়া,
সুচারু ভাবের রূপে থাকে,
মানুষের সৌন্দর্যে মাখা।
আজকাল দেখি কিছু তরুণ-তরুণী,
করছে বিকৃতি আধুনিকতার নাম।
অবক্ষয়ের দিকে টানছে সমাজ,
নষ্ট করছে সভ্যতার সুনাম।
বাজারে বিক্রি হয় মূল্যবোধের দাম,
নোংরা মানসিকতা আধুনিকের নতুন নাম।
ভুল বুঝি আমরা আধুনিক হতে গিয়ে,
মুল্যবোধের পায়ে পুঁতে রেখেছি ব্যথা দিয়ে।
আধুনিক হওয়া মানে নয় নোংরামি,
নয় অশালীন ভাবের সমাহার।
জীবনের পথে যখন সজ্জিত হই,
তখন হোক নীতি আর সংস্কৃতির আঁচার।
নোংরামি নয়, নয় অশালীনতার ধারা,
আধুনিকতার পরিচয় হোক মানবিকতার ।
তাহলেই প্রকৃত আধুনিকতা আসবে,
মর্যাদা আর ভালোবাসার ঢেউয়ে পৃথিবী ভাসবে।
মন্তব্য করতে ক্লিক করুন