মুখোশ

ইয়াকুব আলী তুহিন ইয়াকুব আলী তুহিন | কাব্য - জন্মভূমির কথা

মুখের উপর মুখোশ থাকে,
মিথ্যা ছবির আয়না।
যতই তুমি মানুষ চিনো,
বেইমান চেনা যায় না।

প্রেমের শব্দ ভালোবাসা,
দেখা যায় তার চোখে।
সত্যের সন্ধান কাছে নেই,
প্রমাণ নিলে ও কোখে।

জীবনের অজানা রহস্য,
ছুঁয়ে নেওয়া বিশ্বের গতি।
মিথ্যা প্রেমের গল্প গড়ানো,
সত্যের রাজ একটা অদ্ভুত ব্যক্তি।

মুখোশের পেছনে দেখতে হবে,
মনের ভালোবাসা এবার।
অসত্যের আদলে মিশে যাবে,
সত্যের অজানা সব রহস্য সার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন