মুগ্ধ ভাই

ইয়াকুব আলী তুহিন ইয়াকুব আলী তুহিন | কাব্য - জন্মভূমির কথা

মীর মুগ্ধ গেল আন্দোলনে,
হাতে ছিল পানি।
পানি লাগবে, পানি লাগবে,
মুখে ছিল বাণী।

দিতে লাগল এক এক করে,
তৃষ্ণার্তদের শান্তি,
মুগ্ধ দিল সবার হাতে,
দূর হল সব ক্লান্তি।

সবার মুখে হাসি ফুটল,
পানির স্রোত বইল,
মুগ্ধের এই ছোট্ট কাজ,
আন্দোলনে রঙ ঢালল।

পানি লাগবে, পানি লাগবে,
সবাই বলে তাই।
মুগ্ধ ভাই হাসিমুখে,
পানি দিতে যায়।

হোক সে ছোট, হোক সে বড়,
মীর মুগ্ধর একটুখানি।
সবার মনে গেঁথে রইল,
এই পানির কাহিনী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন