ইয়াকুব আলী তুহিন

কবিতা - প্রিয় মাতৃভূমি

লেখক: ইয়াকুব আলী তুহিন | গ্রন্থ - জন্মভূমির কথা

প্রিয় জন্মভূমি, তোমার তরে
প্রাণ আমার সঁপে দিতে পারি,
তোমার মাটির গন্ধে মিশে
জন্ম নেবে আমার নতুন বাণী।

তোমার আকাশ, তোমার বাতাস,
প্রাণে জাগায় অমৃতের স্বাদ,
তোমার সাগর, তোমার নদী
গান গেয়ে চলে আনন্দের নদ।

প্রিয় বাংলার সবুজ মাঠে
ফুল ফোটে শান্তির বাণী,
তোমার আঁচল জড়িয়ে বাঁচি
তোমার সাথেই আমার সুখের বীণ।

তোমার গানে, তোমার ধ্বনি
জাগিয়ে তোলে আমার আত্মা,
প্রাণে মিশে, হৃদয়ে বাজে
তোমার জন্য আমি করবো সংগ্রাম।

মা, তোমার পথে চলবো মোরা
সব কষ্টে, সব আনন্দে,
প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ
তোমার তরে জীবন দেবো সর্বদা।

২৩৪
মন্তব্য করতে ক্লিক করুন