মোঃ আরিফ হোসেন

কবিতা - তোমার নাম সুন্দর

মোঃ আরিফ হোসেন

কখনও ভেবোনা তোমাকে কেউ ভালবাসেনা।সবসময় ভাববে কেউ একজন তোমাকে ভালবাসে।সে কে? আমি।আমি তোমার জন্য এত পাগল যে দিওয়ানা হয়ে যেতে ইচ্ছে হয়।

তুমি যদি বল আকাশ পাতাল সাগর নদী সব একসাথে পাড়ি দিতে হবে তাহলে একসাথে পাড়ি দেব তারপরও তোমাকে আমি চাই।তুমি আমার এমন একজন যা কভু নাহি ভোলা যায়। গতকাল কে কি করেছে জানিনা, তবে আমি একটি ফুল পেড়েছি সেটি তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি যদি বল,” পৃথিবীর ঐ পাড়ে কে? বলব, তুমি, এই পাড়ে কে? তুমি, সেই পাড়ে কে? সব তুমি, তুমি, তুমি এবং তুমি”।

পরে পড়বো
২৪৪
মন্তব্য করতে ক্লিক করুন