কত সুন্দর তুমি : সুন্দর করে হাস, সুন্দর করে গান গাও, সুন্দর করে ছবি আঁক, যা ইচ্ছা তা কর।
তুমি কেন এত সুন্দর জানতে চেয়েছিলাম সোনালী হরিণ এর কাছে উত্তর দেয়নি। বলে, যাও, সোনালী ডাহুক এর কাছে যাও।সোনালী ডাহুক তো পাইনা শেষ পর্যন্ত গেলাম সোনালী বক এর কাছে। সে কি উত্তর দিল জান? সে উত্তর দিল, আমি তোমাকে ভালবাসি এ জন্য তুমি এত সুন্দর। আমি বললাম, কই আমি তো ভালবাসিনা!বলল, না তুমি ভালবাস।শেষ পর্যন্ত বুকের ভেতর থেকে একটি সাদা রুমাল বের করে তাকে জিজ্ঞেস করলাম, আমি তাকে ভালবাসি? বলল, হ্যাঁ।এখন আমার সারাক্ষণ শুধু ভালবাসতে ইচ্ছে হয়; “তুমি আসলেই সুন্দর”
মন্তব্য করতে ক্লিক করুন