আজ সাড়ে তিন দিন হল তোকে দেখিনা।কোথায় আছিস কেমন আছিস কিছুই জানিনা। খেতে বসলে তোর কথা মনে পড়ে, খেতে বসলে তুই আসতি।আজ এতটা দিন যায় কেউ আমাকে বলেনা তুই কোথায় আছিস! তুই যে হৃদয়ের ধন তোকে ছাড়া কি আমি থাকতে পারি! যেখানেই আছিস দ্রুত ধরা দে তানাহলে আমি মরে যাব।

তোর কথা ভেবে সাড়ে তিন ঘন্টা আমার অনাহারে কেটেছে, তুই কি সে খবর জানিস, তুই আসলিনা? তোকে ছাড়া এক মুহূর্ত কাটেনা, সে কথা কি তুই বুঝিসনা, তাহলে আসছিসনা কেন? দ্রুত আয় তানাহলে আমি মরে যাব! এক ফোটা বিষও খাবনা এমনিতেই মরে যাব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন