মহাবিশ্বের মহা প্রভু যিনি তিনি সারাক্ষণ কি করেন,জান তুমি? তিনি সারাক্ষণ তার সৃষ্টি জগতের ভাবনায় মগ্ন: আমার একটি সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায় আমি কি করব: এই ধর যেমন তাল গাছের আগায় ফুল ফুটল যে ফুল ফুটত আম গাছের আগায়! তখন তিনি কি করেন? আম গাছের আগার ফুল নিয়ে আম গাছেই রোপন করেন; আম গাছের আগার ফুল যদি তাল গাছের আগায় ফোটে মানুষ তখন আর আমাকে মানবেনা, আমি দ্বিমুখী!তোমরা কি সেই একমুখী ঈশ্বরের বন্দনায় মগ্ন? জানি নয়!সারাক্ষণ সেই ঈশ্বরের বন্দনায় মগ্ন হও যে ঈশ্বর তোমার বন্দনায় মগ্ন! গতকাল যে বড় দেখে একটি মাছ বাজার থেকে নিয়ে এসেছ সেটি কার সৃষ্টি? সেই ঈশ্বরের সৃষ্টি! তুমি সেই অসীম, অশেষ, অমর, অক্ষ্যয়, অব্যয়, অনন্য ঈশ্বরের বন্দনায় মগ্ন হও!

১৯৫
মন্তব্য করতে ক্লিক করুন