মোঃ আরিফ হোসেন

কবিতা - আজ কাল পরশু

মোঃ আরিফ হোসেন

আজ রাত’ ফুল ফুটবে
আজ রাত’ চাঁদ উঠবে
আজ রাত’ পাখি গাবে : আজ রাত’ সব হবে শুধু তুমি আসবেনা কারন আজ রাত আমার জন্মদিন। তুমি অন্য একদিন এসো।অন্য একদিন এসো, মন ভরে কথা বলব,আজ রাত’ এসোনা আজ রাত আমার জন্মদিন। জন্মদিন এলে সব মাটি হয়ে যায়না! কাজেই আজ রাত এসোনা, আজ আজ আমার আমার জন্মদিন।

তুমি আসবে বলেই কি সেদিন ( ঐ যে একদিন) বসেছিল ফুলে ফুলে পশরার হাট? আজ রাত’ এসোনা, আজ রাত’ আমার জন্মদিন, তুমি অন্য একদিন এসো।

১৪১
মন্তব্য করতে ক্লিক করুন