এ কে দাস মৃদুল

কবিতা - স্থানান্তর

লেখক: এ কে দাস মৃদুল

এবার ফিরে আসো ঘরে বিহঙ্গিনি আমার
কোরো না আর অবিচার
এসে দেখো কতটা নীলাভ হৃদয়ের দ্বার
ছিঁড়েছে অন্তরস্থ বেহালার তার
কষ্ট জমে জমে হয়েছে মরানদীর পার
নানানরকম কষ্ট পাথরের সমাহার।
পাথর সরালেই দেখবে নীলাভ বুদবুদের বাহার
উত্তাল তরঙ্গায়িত উষ্ণ লাভার
গড়ে উঠেছে অনন্ত কষ্টের নীলাভ স্তূপাকার
যেন এক বিরহের কারাগার
তবুও নীলাকাশ সমুদ্রকে ছুঁয়ে আছে একাকার
ভাসবে সেই জলতরঙ্গে আবার?
তবে এসো প্রণয়ের আরোগ্য নিকেতনে একবার
ফেলে তোমার অগোছালো সংসার
আমার হৃদিপদ্ম ছুঁয়ে নিও কষ্টের হাহাকার
বিনিময়ে দিও ভালোবাসা তোমার
তারপর না হয় জলতরঙ্গে দিও ডুবসাঁতার
আমাকেও ডুবতে দিও আরেকবার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন