কবিতা - তুমি কি চাও এ কে দাস মৃদুল প্রেমের কবিতা মেঘ চায় বৃষ্টি, অলি চায় ফুল, মৃত্যু চায় অন্ধকার, চাঁদ চায় আরো আলো, প্রেমিক চায় প্রেমিকা, হৃদয় চায় ভালোবাসা, তুমি চাও… তুমি কি চাও? এই প্রাণটা, এসো তাই দেবো! ♥ ০ পরে পড়বো ৫৪৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন