বিপ্লবী
আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক
রূপসী হিংসা তার ডোরাকাটা বিদ্যুৎগতিতে খ্যাতিমান!
তাকে চেনে সকলেই, জানে পৃথিবীর সব রাজসিক সিংহেরও সমাজ
সহজেই গৃহবিবাদের মধ্যে যায়না, স্বত্ত্বার
সতেজ হুঙ্কার দিয়ে হেঁকে তোলে সাবলীল এক একটি শিকার!
একমাত্র একালের ক্ষুধার্ত নৈতিক মূর্তি,
শক্তি তার সুন্দরের শুভ্র হাতিয়ার বটে,
কিন্তু মেধা আত্মার উদ্ধার
তাই কৌশলে যুদ্ধের পটভূমিকায়-সে খোঁজে বৃক্ষের ব্যাপ্তি!
পতঙ্গের প্রণয় প্রার্থনা বামে ফেলে, সামাজিক।
সবল সচল বেগ বুকে তুলে সে এগোয় ধীরে ধীরে,
গন্তব্যে যাহার অলস অঢেল মধ্যবিত্তের পশুরা–এমনকি মানুষ
মুগ্ধতায় প্রকৃতি দেখায় মগ্ন!
অথবা নিজেরা সব সে মুহূর্তে বিচল বিমূঢ় কোনো বিচ্ছিন্ন প্রকৃতি।
কিন্তু কেবল থাকে কোজাগর সেই এক!
অন্তহীন অঙ্গারে অটুট জ্বালিয়ে লাবণ্য তার ডোরাকাটা লক্ষ্যের থাবায়
নাসারন্ধ্রে নষ্ট প্রজ্ঞা মুছে ফেলে পিঠের নক্সায় দ্রুত–
জরির জেন্নাতুলে পূর্ণিমায়ও তাকে দেখা যায় বসা–
আলাসে অতৃপ্তি তার-বসে থেকে
থির বিজুরীর ক্রোধ ঢালতে ঢালতে সে এগোয়
যেখানে শিকার রাত্রির দোলায় দুলে
তখনও মগ্ন চাঁদে, পূর্ণিমার প্রচ্ছন্ন বিষাদ!
দেখো, দেখো এখন খাঁচায় বন্দী!
যদিও সে ছিল এক অরণ্যের দলপতি
ভোরবেলা উযার সংবাদ।
তাকে চেনে সকলেই, জানে পৃথিবীর সব রাজসিক সিংহেরও সমাজ
সহজেই গৃহবিবাদের মধ্যে যায়না, স্বত্ত্বার
সতেজ হুঙ্কার দিয়ে হেঁকে তোলে সাবলীল এক একটি শিকার!
একমাত্র একালের ক্ষুধার্ত নৈতিক মূর্তি,
শক্তি তার সুন্দরের শুভ্র হাতিয়ার বটে,
কিন্তু মেধা আত্মার উদ্ধার
তাই কৌশলে যুদ্ধের পটভূমিকায়-সে খোঁজে বৃক্ষের ব্যাপ্তি!
পতঙ্গের প্রণয় প্রার্থনা বামে ফেলে, সামাজিক।
সবল সচল বেগ বুকে তুলে সে এগোয় ধীরে ধীরে,
গন্তব্যে যাহার অলস অঢেল মধ্যবিত্তের পশুরা–এমনকি মানুষ
মুগ্ধতায় প্রকৃতি দেখায় মগ্ন!
অথবা নিজেরা সব সে মুহূর্তে বিচল বিমূঢ় কোনো বিচ্ছিন্ন প্রকৃতি।
কিন্তু কেবল থাকে কোজাগর সেই এক!
অন্তহীন অঙ্গারে অটুট জ্বালিয়ে লাবণ্য তার ডোরাকাটা লক্ষ্যের থাবায়
নাসারন্ধ্রে নষ্ট প্রজ্ঞা মুছে ফেলে পিঠের নক্সায় দ্রুত–
জরির জেন্নাতুলে পূর্ণিমায়ও তাকে দেখা যায় বসা–
আলাসে অতৃপ্তি তার-বসে থেকে
থির বিজুরীর ক্রোধ ঢালতে ঢালতে সে এগোয়
যেখানে শিকার রাত্রির দোলায় দুলে
তখনও মগ্ন চাঁদে, পূর্ণিমার প্রচ্ছন্ন বিষাদ!
দেখো, দেখো এখন খাঁচায় বন্দী!
যদিও সে ছিল এক অরণ্যের দলপতি
ভোরবেলা উযার সংবাদ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন