জননী যিনি মোর জন্মদাতা
কি অপরিসীম তার মমতা ,
স্বর্গের গৌরব হয়ে যায় ম্লান
গাহিলে যার গৌরবগাথা।
জন্মপূর্ব অজানা আধার জগৎ
যেখানে খুঁজি জন্মের পথ
জননী মোরে পরম মমতায়
ডেকে নেয় অযুত প্রতিকূলতায় ;
ক্ষুদ্রবিন্দুসম নিজগর্ভে অম্বুশয়ান
পরম যতনে তুমি দাও স্থান
দশমাস আপন রক্তে করি লালন
মানব শিশুর করো পূর্ণায়ন।
আবৃত সেই স্বপ্ন সুখদলক হতে
পারি দিয়ে জনমের পথস্রোতে
যবে ধরণীর আলোতে আসি
ভুলে ব্যাথা অপরিসীম বেদনার
শীর্ণ শরীরে শুস্কঅধরে ধরে যার
আমারে দেখে ভুবন মোহন হাঁসি ।
তুমি যে সেই আমার মা
জগতে নেই যার তুলনা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন