উল্টোপুরাণ
Amarendra sen
ন্যায় অন্যায় কারে বলে
আমরা কি ভুলেই গেছি,
ভুলে গেছি মানুষ না পশুর সাথে,
স্বর্গে না কোনো নরকে আছি ?
মাথাটা গুলিয়ে সব গরমিল হছ্ছে
ভুলে যাচ্ছি কোনটা ঠীক বেঠিক,
সব অসৎ কর্মের মাথা যিনি
সেই নাকি সততার প্রতীক।
আমাদের সমাজে যেন আজ
হয়েছে লেখা উল্টো পুরাণ
কুচক্রী পাষণ্ড পাপাত্মা নরপশুর
চারিদিকে শুধু হবে জয়গান ।
সরল সৎ নিরাপরাধ শিক্ষিত
হিতৈষী যারা এই সমাজের
কল্পনার নিরীহ ছাগল তারা ,
দয়ার মাঠে চড়ে খাবে পাষন্ডের।
অন্যায়করে অন্যায়কারী
পাপাত্মা মিথ্যা মুখোশ পরে ,
ন্যায় চেয়ে ফেলে কুম্ভীরাশ্রু
পাপের সহানুভূতি ঝুলিতে ভরে ।
তুরি মেরে রাবন সীতারে করে হরণ
আদালতে উকিলের কতনা গলদঘর্ম
আশ্চর্য্য বিচার সেই রাবনই বলে
কোনো পাষণ্ড করেছে এমন পাপকর্ম?
আমরা কি ভুলেই গেছি,
ভুলে গেছি মানুষ না পশুর সাথে,
স্বর্গে না কোনো নরকে আছি ?
মাথাটা গুলিয়ে সব গরমিল হছ্ছে
ভুলে যাচ্ছি কোনটা ঠীক বেঠিক,
সব অসৎ কর্মের মাথা যিনি
সেই নাকি সততার প্রতীক।
আমাদের সমাজে যেন আজ
হয়েছে লেখা উল্টো পুরাণ
কুচক্রী পাষণ্ড পাপাত্মা নরপশুর
চারিদিকে শুধু হবে জয়গান ।
সরল সৎ নিরাপরাধ শিক্ষিত
হিতৈষী যারা এই সমাজের
কল্পনার নিরীহ ছাগল তারা ,
দয়ার মাঠে চড়ে খাবে পাষন্ডের।
অন্যায়করে অন্যায়কারী
পাপাত্মা মিথ্যা মুখোশ পরে ,
ন্যায় চেয়ে ফেলে কুম্ভীরাশ্রু
পাপের সহানুভূতি ঝুলিতে ভরে ।
তুরি মেরে রাবন সীতারে করে হরণ
আদালতে উকিলের কতনা গলদঘর্ম
আশ্চর্য্য বিচার সেই রাবনই বলে
কোনো পাষণ্ড করেছে এমন পাপকর্ম?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২২০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন