হেথা আছে মৃত্যু জীবনহরা
ক্ষনে ক্ষনে ক্ষয়ে যায় যৌবন
গ্রাস করে যযাতির জরা ;
নশ্বর ধরিত্রী বিকারী সড়া
সব গলে মিশে ক্ষয়ে যায়
যা কিছু চোখেতে দেয় ধরা।
যে জগৎ আলোককণায় গড়া
বাধা বন্ধনহীন অনন্ত অসীম
হৃদয় ভুবনে মনের সীমায় ধরা ;
মৃত্যু নেই সেথা অবিনশ্বর
অমর অনন্ত সূর্যের মতো
চঞ্চল আলোকে চিন্ময় ভাস্বর।
মরণশীল বস্তুজগৎ নশ্বর ,
নাই মৃত্যু নাই নাশ চিন্তার
গতিশীল চির অবিনশ্বর ,
নিহারিকা হারায় কালাধারে
চিন্তা চক্র চির বিবর্তিত
মানব হৃদয় সাগর পারে ।
মরণশীল মনের আলোয় অমর
সন্তানের মনে অনন্তকাল
বেঁচে থাকে বিদেহী পিতা ;
ভস্ম হলেও মর্ত শরীর
মনের স্মৃতিতে চির অমলিন
মুছে দিতে পারেনা লেলিহান চিতা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন