Amarendra sen

কবিতা - ক্ষুদ্র সুখ

লেখক: Amarendra sen

পার্থিব ভোগ দেয়না শান্তি
মেটেনা মোদের জীবন সাধ
ভোগের পরিণতি তৃপ্তি নয়কো
আশা ভঙের ঊষর অবসাদ।
ত্যাগেই আছে তৃপ্তি শুধু
মনের দুয়ার খুলে দেয়
ভালোবাসার জোয়ার ভেসে
ক্ষুদ্র জীবন সুখে বয় ।
আরো বেশি আরো চাই
চাওয়ার যেন শেষ নাই ,
জীবন পথে এটাই কিন্তু
সুখের সামনে গভীর খাদ
বন্ধুর মতো হৃদয়ে এসে
ঘটায় সুখে সুখের পরমাদ।

২৫৫
মন্তব্য করতে ক্লিক করুন