সতী বেহুলা সত্য সততার মুখ
বাচাইতে স্বামীরে সধবার সুখ
কতনা রাজ কান্ড বাসরের ঘরে
বিনা আজ্ঞা মাছি প্রবেসিতে নারে ,
বাঁচাবার তরে তারে কতনা ফন্দি
রাজাদেশে বুঝিবা বিধি হল বন্দি,
তাইতো বলে,যদি বিধি হয় বাম,
কামনায় ডুবে, হইয়াও নিষ্কাম।
বাচঁবেনা সতীর সাথে লুকিয়ে থেকে
লক্ষিন্দর,মৃত্যু তোমায় ঠিক খুঁজে নেবে
হৃদয়ের আঁচড়গুলি গুনে গুনে দেখে ,
বিধি একেবারে নির্ভুল বিধান দেবে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন