চির বিরহী

Amarendra sen Amarendra sen

একে একে চলে যায় সবে
গেলে একবার সেতো আর
আসেনা ফিরে সুখের ভবে।
চলে যায় অজানার পারে
নাজানার অসীম আঁধারে
শুনেনা আর কাহারো কথা
বোঝেনা হৃদয়ের ব্যাথা;
ছিন্ন মেঘের মতো বার বার
শুধু ফিরে যায় মননভে
দিয়ে যায় আঁখি ভোরে জল
বেদনার স্মৃতি অনুভবে।
বিধাতা তব সৃষ্ট বেদনা ক্লিষ্ট
চির বিরহ মানব সহিছে ভবে
আসবেকি ফিরে হারানোরা নীড়ে
মধুর মিলনে সুখ উৎসবে ?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন