বৈপরীত্য

মোঃ আব্দুল মজিদ এনডিসি

আকাশ-দেখা নারী তুমি উদার হলে না       
সাগর-ছোঁয়া নারী তুমি হৃদয় মেললে না    
যত কথা গোপন রাখ   
তত কথা বলো নাকো
যে হাসি কথা বলে        
যে কথা সুর তোলে     
সে সুরের গান কেন তব ছন্দে দোলে না          
হে নারী, হে স্বপ্নের নারীত্ব,
এ তোমার কেমন বৈপরীত্য!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন