আকাশ-দেখা নারী তুমি উদার হলে না
সাগর-ছোঁয়া নারী তুমি হৃদয় মেললে না
যত কথা গোপন রাখ
তত কথা বলো নাকো
যে হাসি কথা বলে
যে কথা সুর তোলে
সে সুরের গান কেন তব ছন্দে দোলে না
হে নারী, হে স্বপ্নের নারীত্ব,
এ তোমার কেমন বৈপরীত্য!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন