কবিতা - মনটা কেন বুকে

লেখক: মোহাম্মদ মুছা

তোমার কি অনুভূতি নাইকো আমার জানা
তোমায় একটু ছুঁয়ে দিতে মন ধরেছে বায়না,

মনটাকে কি আর লাগাম ধরার যায়
কখন কিযে চেয়ে বসে আগাম বুঝা দায়!

মনকে বলি আমি মানুষ সমাজেতে বাস
যেন তেন বায়না ধরে করিসনা মোর সর্বনাশ,

মনটা আমার অকাল মুন্ডু সমাজ নাহি মানে
সব বুলিয়ে আমায় কেবল তোমার পানে টানে,

আমার আমি কেমনে থাকি মনটাকে বেঁধে রেখে?
মনটা কেন সৃষ্টিকর্তা দিলো দেহের বুকে,

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন