শুন্যলতায় অবহেলা

সামস রবি সামস রবি

আমি যদি হতে পারতাম শুন্যলতা
তবে কি আর, কেউ করতে আমায় অবহেলা।

আমায় যদি দিতে তুমি একটু ভালোবাসা,
তবে কি থাকতো আমার, কষ্টের নেশা।...

আমায় করতে বিয়োজন, করেছ কত আয়োজন
দিয়েছি অঞ্জলি, করেছ জলাঞ্জলিতে কর্তন।

কি করে বলি- বুঝবে কোন ভাষা...
বহুরূপী জীবনে আজ আমি যাযাবর,

নিরব অগ্নি শিখা জালিয়ে তুমি, অন্য প্রেমে সরব।
নির্লজ্জ আর্তনাদের চিৎকার হারিয়েছে সব দশা...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন