তাই আজ সে এখানেই থেকে যাবে
বালিতে কাত করে নৌকা রেখে গেছে
মৎস্যজীবী কেউ কেউ
লাল কাঁকড়ারা বালির গর্তের ভিতর
ঢুকে যাচ্ছে
সামনের এমারেল্ড চঞ্চলতা অন্ধকার
হয়ে আসছে
ঝাউবনের চামর ছুঁয়ে
এখনই গৌরবে চাঁদ উঠে যাবে
তারপর অবশ্যত
একা চাঁদই এক উৎসব হবে
তারই অপেক্ষায় সে বসে থাকলো
সিন্ধুর সৈকতে.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ , ক্যালাইডোস্কোপ)
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন